20 C
Agartala

রূপকের কিক কফে এবারের প্রথম ডিভিশন লিগ শুরু

Published:

রূপক মজুমদার। রাজ্যের অন্যতম একজন ফুটবলার। বর্তমানে তিনি প্রাক্তন হলে ও এখনো ফুটবলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন তিনি। শুক্রবার রূপকের করা কিক অফেই এবারের প্রথম ডিভিশন লিগ শুরু হলো উমাকান্ত ময়দানে। ফুটবল জীবন তার শুরু হয়েছিল ১৯৯৩ সালে। প্রথম ক্লাব আমরা কজনাতে ফুটবল শুরু করেছিলেন রূপক মজুমদার। এরপর একে একে খেললেন আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাবে। এগিয়ে চলো সংঘে তার ফুটবল জীবনের ইতি টানলেন রূপক মজুমদার। স্ট্রাইকার পজিশনে খেলতেন তিনি। দীর্ঘ কুড়ি বছরের ফুটবল কেরিয়ার তার। ২০১৩ সাল পর্যন্ত দাপিয়ে খেলেছেন রূপক মজুমদার। জাতীয় আসরে ও খেলেছেন এই ফুটবলার। রাজ্য এবং জাতীয় আসর মিলিয়ে তার দখলে রয়েছে প্রায় ১০০ গোল করার অভিজ্ঞতা। এখানেই শেষ নয় সন্তোষ ট্রফি খেলেছেন চারবার। টি আও ফুটবল টুর্নামেন্ট ও খেলেছেন রূপক মজুমদার। ফুটবল ছেড়ে এরপর কোচিং শুরু করলেন রূপক মজুমদার। প্রথম কোচিং ইয়ুথ ক্লাব থেকে শুরু তার। আজও যুক্ত রয়েছেন এই কোচিং এর সঙ্গে। রাজ্য ফুটবল সংস্থা প্রাক্তন এই ফুটবলারকে এদিন যোগ্য সম্মান দিলো।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -