আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান ও হংকং।ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবির বিভিন্ন স্টেডিয়ামে। তবে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

