20 C
Agartala

স্মার্ট মিটারের বিল নিয়ে বিক্ষুব্ধ পশ্চিম পিলাক এলাকার জনগণ

Published:

রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরুহয়েছে। দেখাযায় স্মার্ট মিটারে স্থায়ী চার্জ, শূল্কের পরিমান, বিভিন্ন, ফুয়েল চার্জ সহ আরো অন্যান্য চার্জ দিতে হচ্ছে লোকজনদের। গ্রাহকরা যে পরিমান বিদ্যুৎ ব্যাবহার করছে তার থেকে বেশি পরিমানে চার্জ দিতেহচ্ছে । বিগতদিনে এমন দেখাযেতোনা। তাই স্মার্ট মিটার বসানোর পরথেকে লোকজনদের যে পরিমানে বিল আসছে তা সকলের পক্ষে দেওয়া সম্ভবহচ্ছেনা। জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজকরে নিজেদের পরিবার পরিচালনাকরেন। এরইমধ্যে দেখাযায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোরপর এলাকার লোকজনদের যেপরিমানে বিল আসছে এতেকরে সকলকে বিল পরিশোধকরে পরিবার চালানো কষ্টকরহয়েদারাচ্ছে। এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুৎতের বিল এসেছে এমনটা লক্ষকরাযায়। তাই সকলে ঐক্যবদ্ধহয়ে স্মার্ট মিটারের বিরোধীতাকরেন এবং এই বিলযন্ত্রনা থেকে পরিত্রানের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নিকট আবেদন জানান। এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগীতায় বিদ্যুৎ দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -