ঐতিহাসিক জয়লাভ।এর সুবাদে এসজেএফআই-এর সভাপতি নির্বাচিত হলেন সরযূ চক্রবর্তী ও কার্যকরী কমিটির সদস্য পুনরায় হলেন সুপ্রভাত দেবনাথ।সরজু চক্রবর্তীর এই জয় ত্রিপুরা রাজ্যে সাংবাদিক জগতের জন্য বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে অনবদ্য এক মাইলস্টোন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি পদেও বর্তমানে বিরাজমান। অপরদিকে সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ রয়েছেন টিএসজেসি-র সহ-সভাপতি এবং জেআরসি-র সভাপতি পদে। সোমবার সকালের বিমানে রাজ্যে ফিরলেন সরজু চক্রবর্তী এবং সুপ্রভাত দেবনাথ। আগরতলা বিমানবন্দরে এদিন এস জে এফ আইয়ের সভাপতি সরজু চক্রবর্তী এবং কার্যকরী কমিটির সদস্য সুপ্রভাত দেবনাথকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানালেন টিএস জে সির সম্পাদক অনির্বাণ দেব এবং কার্যকরী কমিটির সদস্য কিরীটি দত্ত। বিমানবন্দরের উপস্থিত ছিলেন চক্রবর্তী সহধর্মিনী সহ উনার পরিবারের লোকেরা। তারাও সরজু চক্রবর্তী সহ সুপ্রভাত দেবনাথকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। উল্লেখ্য গত ১২ বছর এস জে এফআইয়ের সহ সহ সভাপতি পদে আসীন ছিলেন সরজু চক্রবর্তী। এবার সভাপতি পদের গুরু দায়িত্ব পেলেন তিনি। ফেডারেশন থেকে বিপুল ভোটে জয়ী হলেন সরজু চক্রবর্তী। সূত্রের খবর, সরজু চক্রবর্তীর এই সফলতায় এখন রাজ্যের অনেক ক্রীড়া সাংবাদিকের গায়ে ফোসকা পড়ে গেল।

