জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে পশু পাখি সরীসৃপ। মূলত খাদ্যের অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। ফের আবার সিপাহীজলা সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি অজগর সাপ লোকালয়ে প্রবেশ করলো। ঘটনা বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায় বিশালাকার অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। আতঙ্কিত হয়ে পড়ে নাগরিকরা। স্থানীয় যুবকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর সাপটিকে ধরে ফেলে।খবর দেওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যের বনকর্মীদের।বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে অভয়ারণ্য নিয়ে গেল।
বিশালগড়ে লোকালয়ে অজগর উদ্ধার
Published:
advertisement
পরবর্তী খবর
- Advertisement -
