২৫ জুলাই থেকে উমাকান্ত ময়দানে শুরু হবে শ্যামসুন্দর কোং জুয়েলার্স প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এগিয়ে চলো সংঘ বনাম কল্যাণ সমিতি দল। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে ময়দানে উপস্থিত থাকবেন মন্ত্রী প্রনজিৎসিংহ রায় ।বলে কিক অফ করে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। সঙ্গে থাকবেন টি এফ এফের সভাপতি সহ অন্যান্যরা। প্রথম ডিভিশন লিগ কমিটির সচিব তপন সাহা এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
বলে কিক অফ করে লিগের উদ্ভোধন করবেন রূপক মজুমদার
Published:
advertisement
পরবর্তী খবর
- Advertisement -
