গর্বের বিষয়। ত্রিপুরা রাজ্যের মেয়ে মধুমিতা বার্মিং হামে এথেলেটিক্সের ট্রেকে ভারতীয় পতাকাকে জড়িয়ে অর্জন করলো বেশ কয়েকটি পদক। গত ৩০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বারমিং হামে অনুষ্ঠেয় বিশ্ব পুলিশ ও ফায়ার গেমে সি আই এস এফের হয়ে অংশগ্রহন করে খোয়াই প্রত্যন্ত অঞ্চলের দুর্দান্ত এথলিট মধুমিতা দেব। অংশগ্রহন করে তাক লাগিয়ে দিলেন এই মহিলা এথলেট। একটি স্বর্ণপদক সহ দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করলেন মধুমিতা। পদক গুলো সে অর্জন করে ৪০০মিটার রিলেতে স্বর্ণ, ১০০ এবং ৪০০মিটার দৌড়ে রৌপ্য ও ২০০মিটারে ব্রোঞ্জ পদক । ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন ছাত্রী ও হলেন এই মধুমিতা দেব। মধুমিতার এই সাফল্যে দেশ তো বটেই গোটা রাজ্যের ক্রীড়া প্রেমীরা ও আনন্দে উদ্বেলিত।
বিশ্ব পুলিশ ও ফায়ার গেমে রাজ্যের মেয়ে মধুমিতার অনবদ্য সাফল্য
Published:
advertisement
পরবর্তী খবর
- Advertisement -
