ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। । প্রস্তুতি চূড়ান্ত। সুদৃশ্য বৃহৎ মাপের চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন হলো আজ। অংশগ্রহণকারী ১৪ টি ক্লাবদলের অধিনায়ক এবং পুরো টিমের আনুষ্ঠানিক পরিচিতি পর্বে একদিকে যেমন নতুনত্বের ছোঁয়া এসেছে। অপরদিকে আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য দারুন এক উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন সম্পূর্ণ নতুন আঙ্গিকে আজ, বুধবার সকালে এমবিবি স্টেডিয়ামে এক দারুন অভিনব অনুষ্ঠানের নজির তৈরি করেছে। প্রতিটি ক্লাব দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ফিজিও সহ কুড়িজন করে প্রায় ৩০০ জন অনূর্ধ্ব ১৮ ক্রিকেটারদের এক সারিতে শামিল করার উদ্যোগটা নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য। আগামী দিনে অনূর্ধ্ব ১৯ রাজ্য দলের হয়ে জাতীয় আসরে প্রতিভার পরিচয় দিয়ে তাদের থেকেই একাধিক কেউ রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা রাখা যেতে পারে। প্রথম বারের মতো অনূর্ধ্ব ১৮ ক্লাব ক্রিকেট শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৪টি ক্লাব দল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ-গ্রুপে রয়েছে সংহতি ক্লাব, চলমান সংঘ, ব্লাড মাউথ ক্লাব, ইউনাইটেড বিএসটি, হার্ভে ক্লাব, মৌচাক ক্লাব ও ওপিসি (ওল্ড প্লে সেন্টার)। অন্যদিকে বি-গ্রুপে রয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস, জেসিসি (জয়নগর ক্রিকেট ক্লাব), কসমোপলিটন, স্ফুলিঙ্গ, শতদল সংঘ, পোলস্টার ও বিসিসি (বনমালীপুর ক্রিকেট ক্লাব)। খেলা হবে আগরতলা এমবিবি স্টেডিয়াম, নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড, টিআইটি, মেলাঘরস্থিত শহীদ কাজল স্মৃতি ময়দান, বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে। আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম দিন পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে চলমান সংঘ বনাম ব্লাডমাউথ, এমবিবি স্টেডিয়ামে জে সি সি বনাম কসমোপলিটন, টি আই টি মাঠে সংহতি বনাম হার্ভে এবং বামুটিয়া তালতলা স্কুল মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস বনাম শতদল সংঘ পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ লীগের লড়াই শেষ হবার পর ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২০ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ২২ আগস্ট আগরতলা এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আজ, বুধবার সকালে এমবিবি স্টেডিয়ামে আয়োজিত অভিনব অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে বিসিসি-র জয়ন্ত বিশ্বাস, ব্লাড মাউথের রুদ্র সেনগুপ্ত, চলমান সংঘের অর্কজিৎ পাল, কসমোপলিটনের দীপঙ্কর ভাটনগর, হারভে-র অর্কজিৎ সাহা, জেসিসি-র মাহিন চৌধুরী, মৌচাকের সিদ্ধার্থ দেবনাথ, ওপিসি-র সৌরভ সূত্রধর, পোলস্টারের আয়ুষ দেবনাথ, সংহতি-র মাহির্নব লস্কর, শতদল সংঘের সোহেল মিয়া, স্ফুলিঙ্গ-র সৌরদীপ দেববর্মা, ইউনাইটেড বিএসটি-র নীতিশ সাহানি, ইউনাইটেড ফ্রেন্ডস-এর কিষান সরকার প্রত্যেকে পুরো টিম নিয়ে পরিচিতি পর্বে ট্রফি নিয়ে ফটোসেশনে টুর্নামেন্টে দারুন খেলার উৎসাহ পেয়েছে। একই অনুষ্ঠানে টিসিএ-র পক্ষ থেকে ১৭ টি কোচিং সেন্টার ও প্লে সেন্টারকে প্রশিক্ষণের প্রয়োজনে ২৪ টি করে বল প্রদান করা হয়েছে। টি সি এ-র সভাপতি তপন লোধ, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সচিব সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী প্রমূখ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য ক্রীড়া আঙিনায় ক্রিকেটের মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে অকৃত্রিম অঙ্গীকারের বার্তা তুলে ধরেছেন।
আনুষ্ঠানিক উদ্বোধনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
Published:
advertisement
পরবর্তী খবর
- Advertisement -
