22 C
Agartala

ছোট রাজ্য হলেও  ফুটবলে অনেকখানি এগিয়ে ত্রিপুরা।

Published:

ছোট রাজ্য হলেও  ফুটবলে অনেকখানি এগিয়ে ত্রিপুরা। গত ৪-৫ বছরে  ফুটবলের পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে খেলোয়াড়দেরও অনেক উন্নয়ন হয়েছে।” 
   রবিবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের  মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে  বক্তব্য রাখতে গিয়ে একথা উল্লেখ করেন রাজ্যের  ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।  সেই সাথে তিনি জানান  আগরতলায়  অনুষ্ঠিত হয়ে যাওয়া অনূর্ধ্ব ১৪  বালক ও বালিকা বিভাগের জাতীয় ফুটবলের আসরে  অংশ নেয়  ত্রিপুরা।  সেই ত্রিপুরা  দল থেকে     বাছাই করা খেলোয়াড়দের  ত্রিপুরা স্পোর্টস স্কুলে রেখে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  আগামী দিনে তাদের নিয়ে গঠিত রাজ্য দল জাতীয় ফুটবলের আসরে সুনাম অর্জন করবে বলেও এদিন আশা প্রকাশ করেন  ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।  রাজ্যে ফুটবল ও  ফুটবল খেলোয়াড়দের উন্নয়নে ট্যালেন্ট সার্চ স্কিম- এর কথাও তুলে ধরেন  ক্রীড়া মন্ত্রী।  এদিন এই  প্রীতি ফুটবল  ম্যাচে উপস্থিত ছিলেন TFA  সভাপতি প্রণব সরকার  ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -