দীর্ঘ ১৬ বছর পর ঊনকোটি জেলায় আবারও ফিরতে চলেছে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম ফুটবল প্রতিযোগিতা—পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার কৈলাসহর সার্কিট হাউজে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি রাতে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে পদ্মজং ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে।এবছর প্রতিযোগিতায় প্রায় ২০টি দল অংশ নেবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জুনিয়র দল ছাড়াও মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ডসহ বিভিন্ন রাজ্যের দল অংশগ্রহণ করবে। পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের উপস্থিতিও থাকছে বলে জানা গেছে।যদিও টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান হবে রাতে, তবে প্রতিযোগিতার সমস্ত ম্যাচ দিনের বেলায় অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর এই ঐতিহ্যবাহী ফুটবল আসর ফিরে আসায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

