22 C
Agartala

বিদ্যুৎ পরিষেবায় পূর্বতন ও বর্তমান সরকারের তুলনা টানলেন মন্ত্রী রতন লাল নাথ

Published:

পূর্বতন সরকারের সঙ্গে বর্তমান সরকারের বিদ্যুৎ পরিষেবার তুলনা টেনে উন্নয়নের চিত্র তুলে ধরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিগমের রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।মন্ত্রী জানান, ২০০৫ সালে বিদ্যুৎ নিগমের গ্রাহক সংখ্যা ছিল ৩ লক্ষ ৯ হাজার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫৭ হাজারে। পূর্বতন সরকারের আমলে ১৩ বছরে মাত্র ৩টি ১৩২ কেভি সাব-স্টেশন তৈরি হলেও বর্তমান সরকারের ৭ বছরে ৯টি ১৩২ কেভি সাব-স্টেশন স্থাপিত হয়েছে। পাশাপাশি, পূর্বতন সরকারের সময়ে ১৩ বছরে ১৩২ কেভি বিদ্যুৎ লাইন নির্মিত হয়েছিল ৯৮ কিলোমিটার, আর বর্তমান সরকারের আমলে ৭ বছরে তা বেড়ে হয়েছে ৫০১ কিলোমিটার।মন্ত্রী রতন লাল নাথ বলেন, বিদ্যুৎ হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ নিগমের কাজ এখন আর শুধু খুঁটি ও তারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিগমের কর্মী থেকে শুরু করে আধিকারিক—সবার কাজের ভূয়সী প্রশংসা করেন।তিনি আরও জানান, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে, যদিও নিগমের প্রতিষ্ঠা হয়েছিল ২০০৪ সালে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যে প্রথম বিদ্যুৎ পরিষেবা চালু হয় ১৯৩৭ সালে, তখন ডিজেল ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো।এদিনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে নিগমের কর্মী ও আধিকারিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -