স্মার্ট মিটার বসানোর পর অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় চরম অসহায় অবস্থায় পড়েছেন এক স্বামীহারা জনজাতি বৃদ্ধা। অভিযোগ উঠেছে, নলছড় বিধানসভা এলাকার অন্তর্গত মন্ত্রী কিশোর বর্মনের নির্বাচনী এলাকা কলিরাম পাড়ার বাসিন্দা নাইতকতি জমাতিয়ার বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল এসেছে ৯,৮২১ টাকা।নাইতকতি জমাতিয়া জানান, তাঁর কোনো বাগান নেই, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। স্বামীহারা বৃদ্ধা হওয়ায় একা হাতে সংসার চালানোই তাঁর পক্ষে কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে এত বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করবেন, তা ভেবে তিনি দিশেহারা।এই পরিস্থিতিতে তিনি নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কিশোর বর্মনের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছেন, যাতে তাঁর স্মার্ট মিটারের বিদ্যুৎ বিলের বিষয়টি খতিয়ে দেখা হয় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।অসহায় এই জনজাতি বৃদ্ধার অভিযোগ ঘিরে এলাকায় স্মার্ট মিটার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

