22 C
Agartala

স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলা ৯ জানুয়ারি থেকে

Published:

আগরতলা পুর নিগমের উদ্যোগে ও রাজ্য সরকারের সহযোগিতায় আগামী ৯ জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হতে চলেছে স্বদেশী মেলা। ১১ জানুয়ারি পর্যন্ত তা চলবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি মেলা উপলক্ষে বিবেকানন্দ ময়দানে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন । সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , পুর নিগমের কমিশনার ডি কে চাকমা, মহকুমা শাসক মানিক লাল দাস-সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোকাল ফর ভোকাল’ স্লোগানকে সামনে রেখে রাজ্যে এই প্রথম এ ধরনের স্বদেশী মেলার আয়োজন করা হচ্ছে। মেলার প্রতিটি দিনে স্বদেশী পণ্যের ব্যবহার ও স্বদেশী জাগরণ নিয়ে বক্তৃতা দেওয়া হবে। পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় রাজ্যের বিভিন্ন জাতি ও উন জাতিদের ঐতিহ্যবাহী খাবারের স্টলও থাকছে। শীতের আমেজে রাজ্যবাসীকে এই মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান মেয়র।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -