22 C
Agartala

সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক কাজে প্রয়াতের পরিবার

Published:

রামনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে তাঁর পরিবারের পক্ষথেকে। প্রয়াত জননেতার ভ্রাতুষ্পুত্র তথা আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত এই উপলক্ষে কল্যাণ আশ্রমের দুস্থ শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী , কম্বল ও খাদ্য বিতরণ করেন।রামনগরস্থিত প্রয়াত নেতার বাশ ভবনেই এই অনুষ্ঠান হয়। শ্রী দত্ত জানান, আরো কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে তা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় তা করা হবে। কর্পোরেটর শ্রী দত্ত জানান, জননেতা সুরজিৎ দত্তের স্মরণে বরাবরই তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছেন। জীবদ্দশাতেও সুরজিৎ দত্ত বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উল্লেখ্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর মৃত্যু হয়েছিল তৎকালীন রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -