ডেলিভারি বয়কে পিটিয়ে খুন করার ঘটনা প্রকাশ্যে এসেছে । ঘটনা মোহনপুর মহকুমার তুফানিয়া লুঙ্গা এলাকায়। মৃতের নাম প্রবীর শীল, বয়স ২১। সে জমেটো এর খাবার সরবরাহ করতো। একটি চা বাগান এলাকায় দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে তাকে। জিবি হাসপাতালে আনার পর রবিবার রাতে মৃত্যু হয় তার। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা তার স্কুটিটিও ভেঙে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিবি হাসপাতালে দাঁড়িয়ে সন্তান হারা শোকাহত বাবা প্রণব শীল পুরো ঘটনাটি জানিয়েছেন। ধর্মনগরে ডেলিভারি বয় মৃত্যু কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার তুফানিয়া লুঙ্গা এলাকায় পিটিয়ে খুন করা হলো ডেলিভারি বয়কে। ধর্মনগরের ঘটনায় অবশ্য ৫ অভিযুক্তের সবাই ধরা পড়েছে। বর্তমানে ৩ যুবতী ও ২ যুবক জেল হাজতে রয়েছে। এখন তুফানিয়া লুঙ্গা এলাকায় ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। বর্তমান সময়ে সরকারি চাকরি না পেয়ে বেকার যুবকরা ডেলিভারি বয়ের কাজে যোগ দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই কাজে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।

