20 C
Agartala

রান ফর টি ২০২৫’ অনুষ্ঠিত, ত্রিপুরার চা শিল্পের প্রচারে বিশেষ উদ্যোগ

Published:

ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হলো ‘রান ফর টি ২০২৫’। এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমিরঞ্জন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।এদিনের প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ—উভয় বিভাগের ওপেন কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মহিলা ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।উল্লেখ্য, ‘রান ফর টি’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার চা শিল্পের উন্নয়ন সাধন করা এবং সর্বস্তরে ‘ত্রিপুরার চা’-এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করা। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্তরের ক্রীড়াবিদদের উৎসাহিত করাও অন্যতম লক্ষ্য। প্রতিবছরের ন্যায় এ বছরও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এই ওপেন র‍্যালির আয়োজন করা হয়, যা ক্রীড়া ও শিল্প—উভয় ক্ষেত্রেই ইতিবাচক বার্তা বহন করছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -