আশারামবাড়ী বাজারে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রা মতাদলে সামিল হলেন আটটি পরিবারের মোট ২৫ জন ভোটার। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নিজ বিধানসভা এলাকায় অনুষ্ঠিত এই যোগদান সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়,এদিন বিধানসভা এলাকার তিনটি ভিলেজের সাধারণ মানুষকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এলাকার উন্নয়ন, জনসমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিএডিসির ইএম অনন্ত দেববর্মা,খোয়াই জোনাল চেয়ারম্যান বিশুদেববর্মা সহ তিপ্রা মতাদলের অন্যান্য নেতৃত্বরা। সভার একপর্যায়ে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

