14 C
Agartala

মানবাধিকারকে ব্যবহার করে উগ্রতা উশৃঙ্খলতা ঠিক নয় : মুখ্যমন্ত্রী

Published:

বর্তমান সরকার খুবই সংবেদনশীল। মানবাধিকারকে ব্যবহার করে অনেকে এমন ভাবে কথা বলে তাতে উগ্রতা থাকে। আবার আন্দোলনের নামে উশৃঙ্খলতা থাকে। এটা মানবাধিকার নয়। শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখতে হবে। অন্তরজাতিকে মানবাধিকার দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানে বর্তমান সরকার মানুষের মানবাধিকার রক্ষায় কি ভাবে কাজ করছে সেই বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে উগ্রপন্থার সমস্যার কারণে সাব্রুম বিলোনিয়া যাওয়া যেত না। এটাও মানবাধিকার লংঘন। এখন উগ্রপন্থার বিলুপ্তি ঘটেছে। মানবাধিকারকে সুরক্ষিত এবং শক্তিশালী রাখতে গণতন্ত্রের চারটি স্তম্ভকেই শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে তিনি আরো বলেন, সমস্ত মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে সরকার। সরকারি বিভিন্ন প্রকল্পগুলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রতি ঘরে সুশাসন , সর্বত্র উন্নয়নমূলক কাজ করা এই বিষয়গুলি নরেন্দ্র মোদির সরকার আসার পরেই হয়েছে। হীরা মডেল, প্রধানমন্ত্রী আবাস যোজনা , এক্ট ইস্ট পলিসি , বিভিন্ন আইন আরো সুদৃঢ় করার উপমা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন মানবাধিকার সুরক্ষিত করতেই এসব করা হচ্ছে। বর্তমান সরকার খুবই সংবেদনশীল। ত্রিপুর মানবাধিকার কমিশনের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান হয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতি বছর এই দিনটিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠানে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ , মহিলা কমিশনের চেয়ারপারসন সহ আরখ্যা কর্মী, মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -