20 C
Agartala

বেলুড় মঠে স্বামী উমাপদানন্দ জীর আমন্ত্রণে শ্রমিক নেতা বিপ্লব করের সফর

Published:

বেলুড় মঠের পূজ্য স্বামী উমাপদানন্দ জীর (Campus-in-Charge, Ramakrishna Mission Vidyamandira, Belur Math) আমন্ত্রণে সপরিবারে বেলুড় মঠে যান ত্রিপুরার জনপ্রিয় শ্রমিক নেতা বিপ্লব কর।স্বামী উমাপদানন্দ জী ত্রিপুরার এক নিষ্ঠাবান সমাজসেবক হিসেবে বিপ্লব করকে সম্মাননা প্রদান করেন। করোনা মহামারির কঠিন সময় শ্রমিক-শ্রেণির মানুষদের পাশে দাঁড়িয়ে মাত্র ১ টাকায় খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন। স্বামী জী বলেন, “মানবসেবা-ই মহাসেবা।”এসময় বিপ্লব কর স্বামী জীর চরণ স্পর্শ করে আগামী দিনে আরও বেশি করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার আশীর্বাদ কামনা করেন।ত্রিপুরার পক্ষ থেকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের বাঁশের তৈরি প্রতিকৃতি স্মারক হিসেবে স্বামী উমাপদানন্দ জীকে তুলে দেন বিপ্লব কর।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -