রবিবার আমতলী স্কুল গ্রাউন্ডে জেআরসি দল বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর রিক্রিয়েশন টিমের। দারুণ বিষয় হলো টসে জয়লাভ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর দলের অধিনায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ব্যাটসম্যানরা নির্ধারিত ১৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০৭ রান। ব্যাট হাতে জেআরসি-র পক্ষে সুব্রত দেবনাথের অনবদ্য ১৩৭ রান বেশ উল্লেখযোগ্য। সুব্রত পাঁচটি বাউন্ডারি ও ১৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৭ রান সংগ্রহ করে অন্তিম ওভারে আউট হন। পাশাপাশি মেঘধন দেবের অপরাজিত ৫৪ রান এবং মনোজিৎ দাসের অপরাজিত ৬ রান উল্লেখ করার মতো। মেঘধনের অপরাজিত অর্ধশতকেও রয়েছে ৬টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির মার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পার্থ প্রতিম চক্রবর্তী একমাত্র উইকেটটি পান ৩১ রানের বিনিময়ে। পাল্টা ব্যাট করতে নেমে তথ্য ও সংস্কৃতি দপ্তর তিন উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করতেই সীমিত ১৬ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ওপেনার শ্রীভাস বণিক পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মেরে অনবদ্য অপরাজিত ৭৯ রান সংগ্রহ করেন। টুটন দে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৪১ রান পান। এছাড়া, অধিনায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাসের ব্যাটে একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সহযোগে ১৬ রান, মানিক লাল মালাকারের ১৩ রান, ভাস্কর জ্যোতি দত্তের অপরাজিত চার রান উল্লেখ করার মতো। জেআরসি-র বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন এবং মনোজিৎ দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন। এছাড়াও আইসিএ-র পক্ষে সহ অধিনায়ক তথা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, দেবাশীষ দাস, গৌতম বনিক, সৌগত ভট্টাচার্য, রোমন ঘোষ ও মৃণাল ভৌমিক যেমন দুর্দান্ত লড়েছেন; তেমনি জেআরসি-র পক্ষে অধিনায়ক অভিষেক দে, উইকেট রক্ষক মিল্টন ধর, অলরাউন্ডার দিব্যেন্দু দে, তাপস দেব, প্রসেনজিৎ সাহা, অভিষেক দেববর্মা, কৌশিক সমাজপতি, বাপন দাস, বিষ্ণুপদ বনিক, অঞ্জন দেব প্রত্যেকে দারুন খেলা উপহার দিয়েছেন। খেলা শুরুর প্রাক মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস কে সংবর্ধনা জানানো হয়। দু-দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচিতি পর্বের আগে মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস ম্যাচে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে এই উদ্যোগের বিষয়ে দু-দলের খেলোয়াড়দের ভূয়ষী প্রশংসা করেন। হাজারো কর্মব্যস্ততার মধ্যে এ ধরনের বিনোদনমূলক খেলাধুলার মাধ্যমে এক বা একাধিক ছুটির দিন অতিবাহিত করার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এমন ম্যাচ যাতে আগামীতে আরও হয় তারও প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি। মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস এবং আইসিএ অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ঐক্য ও শান্তির বার্তা স্বরূপ দুটি পায়রা আকাশে উড়িয়ে ম্যাচের শুভারম্বে অন্য মাত্রা বয়ে এনেছেন। ম্যাচের পর হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানার্স দল তথ্য ও সংস্কৃতি দপ্তরের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিলেন জে আর সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অভিষেক দে। পরবর্তীতে চ্যাম্পিয়ন দল জে আর সি-র হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।
প্লেয়ার অফ দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফি পেয়েছেন জে আর সি-র সুব্রত দেবনাথ।
দিনটি এক দারুণ পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করলেন দুই দলের সদস্যরা। জে আর সি-র অধিনায়ক তথা সম্পাদক অভিষেক দে এবং সভাপতি সুপ্রভাত দেবনাথ দু-দলের খেলোয়ারদের পাশাপাশি আম্পায়ার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

