20 C
Agartala

কৃষকদের মনোবল বাড়াতে মাঠে নেমে আলু রোপণ করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ

Published:

কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের অন্তর্গত ডাইনছড়া এডিসি ভিলেজে স্থানীয় আলু চাষীদের উৎসাহ দিতে মাঠে নেমে আলু রোপণে অংশ নিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আলু চাষী জ্যোতির্ময় দাস ও ধনঞ্জয় দাসের জমিতে উপস্থিত হয়ে মন্ত্রী নিজ হাতে ARC পদ্ধতিতে আলু রোপণ করেন।মন্ত্রী মাঠে নেমে লাঙ্গল ধরেন এবং কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আলু রোপণ করে কৃষকদের মনোবল বাড়ান। তাঁর উপস্থিতিতে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উৎসাহ ও সরাসরি অংশগ্রহণ সত্যিকার অর্থে প্রশংসার ।এদিন কৃষকরা মন্ত্রীর সামনে তাঁদের বিভিন্ন কথা তুলে ধরেন এবং জানান, স্থানীয় কৃষি দপ্তর থেকে তাঁরা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহায়তা পেয়ে থাকেন। প্রতিবছর আলু চাষে ভালো ফলন হওয়ায় বাজারজাতকরণেও সুবিধা হচ্ছে বলে জানান কৃষকরা। চলতি বছরও লাভের আশায় বুক বাঁধছেন বলেও তাঁরা মন্ত্রীর কাছে জানান।এ বিষয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা পাশে রয়েছে। শুধুমাত্র দশদা ব্লক নয়, গোটা রাজ্যের প্রতিটি কৃষকের সঙ্গে কৃষি দপ্তর নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।মন্ত্রী মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ানোয় এলাকায় খুশির হাওয়া বইছে। কৃষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মন্ত্রীকে কাছে পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন। তাঁদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -