বিভাজনের রাজনীতির কারণে উত্তর–পূর্ব ভারতের জনজাতি সম্প্রদায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে—এমনই মত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার। তাঁর বক্তব্য, উত্তরপূর্বাঞ্চলের সমস্ত জনজাতি সম্প্রদায়ের ঐক্যই হলো এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তিস্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত ‘ওয়ান নর্থ ইস্ট’ সমাবেশে তিনি এই বার্তা তুলে ধরেন।একই আহ্বান জানান তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

