ভাইব্রেন্ট গভর্নেন্স এর জন্যে নিয়মিত আমি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি কথাগুলি। গুড গভর্নেন্স এর জন্যে যা খুবই জরুরি। সোমবার প্রজ্ঞাভবনে গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী । সরকারি অনেক প্রকল্প রয়েছে, সেগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মিশতে হবে। এখানকার ছেলে মেয়েরা কোনো কিছু খুব সহজেই মনে রাখতে পারে। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার তিনি মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা , মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা , দেশবোর্ড পোর্টাল , মেগা গৃহ প্রবেশ প্রোগ্রামে সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। প্রজ্ঞাভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জানান নানাজী দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত প্রকল্পে সেরা জেলা পঞ্চায়েত হিসাবে গোমতী জেলা ৫ কোটি টাকা পেয়েছে। সেরা ব্লক পঞ্চায়েত হিসাবে আমারপুর আর ডি ব্লক ১ কোটি ৭৫ লক্ষ টাকা পেয়েছে। তাছাড়া দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত প্রকল্পে বিভিন্ন বিভাগে পঞ্চায়েতগুলিকে পুরুস্কৃত করা হয়। এর মধ্যে ওমেন ফ্রেন্ডলিতে মনুবনকুল ভিলেজ পেয়েছে ১ কোটি টাকা। রাজকাঙ ভিলেজ কাউন্সিল চাইল্ড ফ্রেন্ডলিতে পায় ৫০ লক্ষ টাকা। দেববাড়ি গ্রাম পঞ্চায়েতকে ওয়াটার সাফিসিয়েন্ট এর জন্যে দেওয়া হয় ৫০ লক্ষ টাকা। এমন আরো অনেক প্রকল্প রয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কাজের জন্যে অন্যান্য পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করা।এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে সহ অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান হয়।

