সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম জেলা প্রশাসন ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার আগরতলায় আয়োজন করা হলো বর্ণাঢ্য ইউনিটি মার্চ। দেশের ‘লৌহ পুরুষ’-এর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই উৎসাহের আবহ তৈরি হয় সার্কিট হাউস চত্বরে।আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে এই ইউনিটি মার্চের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিশিষ্টজনেরা।মার্চে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন বিভাগের সরকারি কর্মীরা অংশ নেন। সকলের অংশগ্রহণে আগরতলার রাস্তাজুড়ে সৃষ্টি হয় একতার, সম্প্রীতির এবং দেশ গঠনের বার্তা।এদিনের কর্মসূচিতে বক্তারা সর্দার প্যাটেলের ঐতিহাসিক ভূমিকা, দেশকে ঐক্যবদ্ধ করার অসামান্য অবদান এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,“সর্দার প্যাটেলের অমর আদর্শ আমাদের আজও পথ দেখায়। তাঁর ঐক্যের বার্তাই ভারতের শক্তি। এই ইউনিটি মার্চ সেই বার্তাকে পুনরুজ্জীবিত করল।”সার্বিকভাবে, ইউনিটি মার্চ আগরতলা শহরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং জাতীয় ঐক্যের গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

