20 C
Agartala

ত্রিপুরা সরকারকে ব্যবসা সংস্কার ক্ষেত্রে জাতীয় স্বীকৃতি

Published:

দুটি ব্যবসা কেন্দ্রিক সংস্কার ক্ষেত্রে — ব্যবসা প্রবেশ (Access to Business) এবং শ্রম নিয়ন্ত্রণ সক্ষমকারী (Labour Regulation Enablers) — শীর্ষস্থানীয় অর্জনকারী রাজ্য হিসেবে ত্রিপুরা সম্মানিত হয়েছে।দিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত “উদ্যোগ সমাগম” অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন রাজ্যের দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল , যিনি ত্রিপুরার সাফল্যের প্রশংসা করেন এবং উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নে রাজ্যের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -