রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিল ট্রাফিক দপ্তর। রবিবার সকালে পশ্চিম জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে রাজধানীর এমবিবি কলেজের সামনে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয় সিজ করা ৪১০টি বাইকের বিকট শব্দযুক্ত সাইলেন্সার। আদালতের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন পশ্চিম জেলার ট্রাফিক সুপার ।সম্প্রতি আগরতলার বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানেই বিপুল সংখ্যক মোটরবাইক থেকে শব্দবর্ধক সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়েছিল। রবিবার সেই সাইলেন্সারগুলিকেই আইনি প্রক্রিয়া মেনে ধ্বংস করা হয়।এদিন ঘটনাস্থলে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক সুপার বলেন, “এই ধরনের দানবীয় শব্দযুক্ত সাইলেন্সার শুধু শব্দ দূষণই নয়, বরং শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।” তিনি আরও জানান, অধিকাংশ ক্ষেত্রেই যুবকরা বাইক মডিফাই করে এই ধরনের সাইলেন্সার ব্যবহার করে থাকেন, যা আইনত অপরাধ।তিনি যুব সমাজকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে দেন — ট্রাফিক আইনের ১৯০(২) ধারায় এ ধরনের বাইক সিজ করা হতে পারে, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা যেতে পারে এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার বিধান রয়েছে।

