ত্রিপুরা জুড়ে নেশা সামগ্রীর পাচার রুখতে পুলিশ প্রশাসনের অভিযান ক্রমেই জোরদার হচ্ছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধরা পড়ছে মাদক চক্রের সদস্যরা। তারই ধারাবাহিকতায় রাতে আগরতলার বাধারঘাট রেল স্টেশনে পুলিশ এর বিশেষ অভিযানে বড় সাফল্য আসে।অভিযানে উদ্ধার হয় প্রায় ২২ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসাম রাজ্যের এক যুবককে। পুলিশ জানিয়েছে, ওই যুবক বিপুল পরিমাণ গাঁজা রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।ধৃত যুবকের কাছ থেকে গাঁজা ছাড়াও বেশ কিছু নথি ও সামগ্রী উদ্ধার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন রেল স্টেশন ও জাতীয় সড়কে একের পর এক মাদক উদ্ধার হওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযান এবং কড়া নজরদারির ফলেই রাজ্যে মাদক পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

