15.2 C
Agartala

রাষ্ট্র নির্মাণের এক অনন্য মহামন্ত্র বন্দে মাতরম : মুখ্যমন্ত্রী

Published:

পরাধীন ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হতো। রাষ্ট্র নির্মাণের এক অনন্য মহামন্ত্র -‘বন্দে মাতরম’। দেশের স্বাধীনতা সংগ্রামে এটি মুক্তির মন্ত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। শুক্রবার মহাকরণে ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি বর্ষব্যাপী উদযাপন করা হবে। গোটা দেশের সঙ্গে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় এদিন এর সূচনা হয় । দেশমাতৃকার বন্দনায় রচিত এই গান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য ভার্চুয়াল মাধ্যমে শোনানো হয়। এদিন মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অতীত ইতিহাস তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে দেড়শত বছর আগে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল পরাধীনতার শৃঙ্খল মোচনের মহাসংগ্রামে শামিল হতে। ১৮৫০ সালে বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ‘বন্দে মাতরম’ গানটি রচনা করেন। ১৮৯৬ সালে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের অধিবেশনে ‘বন্দে মাতরম’ গানটি গেয়ে শোনান। ১৯০৫ সালে বঙ্গবঙ্গের গানটি বিশেষ মর্যাদা পায়। দেশের স্বাধীনতা সংগ্রামে এটি মুক্তির মন্ত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। উনার অনুপ্রেরণাদায়ক বক্তব্য আগামী প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -