16.4 C
Agartala

নেপাল টিলায় রাস উৎসবের জমজমাট সূচনা

Published:

আগরতলার নেপাল টিলার ভূমিহীন কলোনি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হলো রাস উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন নৃত্য, গানসহ নানা সাংস্কৃতিক প্রদর্শনী। উৎসব প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে সামাজিক সম্প্রীতি ও আনন্দের বার্তা।এবারের এই আয়োজনের উদ্যোক্তা বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আয়োজকরা জানান, রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন সম্প্রদায়ের মিলনমেলা হিসেবেও পরিচিত।উৎসব চলবে নির্ধারিত কয়েকদিন ধরে, প্রতিদিনই থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -