15.2 C
Agartala

অর্গানিক পণ্যের প্যাকেজিং বিষয়ক এক আলোচনা চক্র অনুষ্ঠিত আগরতলায়

Published:

জৈব আনারস, লেবু, কাঁঠাল এবং কালিখাসা চাল রপ্তানির জন্য উদ্ভাবনী প্যাকেজিং বিষয়ক একদিনের এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মূলত রাজ্যে উৎপাদিত পণ্যগুলো কি করে আকর্ষণীয় প্যাকেটে বাজারজাত ও করা যায়। যার ফলে রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের অধিক মূল্য পান এবং আর্থিকভাবে লাভবান হন এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়।রাজধানী আগরতলার অরুন্ধতীনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে আয়োজিত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, মুম্বাই থেকে আগত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর পূর্বতন ও ডিরেক্টর অধ্যাপক ডক্টর এন সি সাহা, BDM জয়দীপ রায়, জয়েন ডাইরেক্টর এবং যুক্তরাষ্ট্রীট অর্গানিক ফার্মিং ডেভলপমেন্ট এজেন্সির মিশন ডাইরেক্টর রাজীব দেববর্মা, রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষ, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহা, নিরামেক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুভাষ ভট্টাচার্য। সেই সঙ্গে ফার্মার প্রোডিউসার অরগানাইজেশন গুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কি করে রাজ্যের উৎপাদিত অর্গানিক পণ্যগুলির আকর্ষণীয় প্যাকেট করা যায় এবং ভিন রাজ্য এমনকি বিদেশে এর রপ্তানি বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপস্থিত আধিকারিকরা।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -