15.2 C
Agartala

রাষ্ট্ৰীয় একতা দিবসে শপথ গ্রহণ ও ‘রান ফর ইউনিটি’ আয়োজন

Published:

আজ, ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরার আগরতালার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে সকাল ৭টায় রাষ্ট্ৰীয় একতা শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরার যুবকলা ও ক্রীড়া, সামাজিক কল্যাণ ও সামাজিক শিক্ষা বিষয়ক মন্ত্রী শ্রী টিঙ্কু রায় রাষ্ট্রীয় একতা শপথ গ্রহণ করান।শপথ গ্রহণের পর সকাল ৭:৩০টায় ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠান শুরু হয়, যা স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়ে উমাকান্ত একাডেমি গ্রাউন্ডে শেষ হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একতার, অখণ্ডতা এবং জাতীয় গর্বের প্রতীক হিসেবে সর্দার প্যাটেলের আদর্শ উদযাপন করেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -