মিজোরাম রাজ্যের ডামপা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নর্থ মারপাড়া এলাকায় আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এদিন ওই এলাকায় বিজেপি প্রার্থী লালহমিংথাঙ্গা সাইলোএ-র পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীমতি শান্তনা চাকমা।মন্ত্রী শান্তনা চাকমা এদিন নর্থ মারপাড়ায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিজেপি সরকার মানুষের উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যে উন্নয়নের আলো পৌঁছে গেছে।” তিনি মিজোরামের জনগণকে আহ্বান জানান বিজেপির প্রার্থী লালহমিংথাঙ্গা সাইলোকে বিপুল ভোটে জয়ী করার জন্য।সভাস্থলে উপস্থিত ছিলেন মিজোরাম রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, জেলা ও মণ্ডল পর্যায়ের পদাধিকারীরা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। জনসভায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।মন্ত্রী শান্তনা চাকমা আরও বলেন, “উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ঐক্য, শান্তি ও উন্নয়নের সেতুবন্ধন গড়ে তুলতে বিজেপি-ই একমাত্র বিকল্প।” তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করেন।উল্লেখ্য, ডামপা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দিন দিন।এর মধ্যেই ত্রিপুরা সরকারের মন্ত্রীর উপস্থিতি মিজোরাম রাজ্যের নির্বাচনী প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের মত।

