15.2 C
Agartala

নষ্ট করা হলো ফসলের জমি, এলাকা পরিদর্শনে কৃষিমন্ত্রী

Published:

নাশকতামূলক ভাবে দুষ্কৃতীরা নষ্ট করলো জমির ধান। ঘটনা মোহনপুর মহকুমার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের কল পাড়ায়। অভিযোগ দূর্গা মুন্ডার ধানের জমিতে দুষ্কৃতীরা নাশকতামূলকভাবে গাছ মারার রাসায়নিক পদার্থ দিয়ে ধানের জমি নষ্ট করে দিয়েছে। খবর পেয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ শনিবার সেই জায়গা পরিদর্শনে যান। কথা বলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও চাষিদের সঙ্গে। কৃষি মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতা করার। মন্ত্রী বলেন, ফসলের জমির বীমা করার জন্যে কৃষককে বছরে দিতে হয় এক কানি জমির জন্যে মাত্র ১০ টাকা। বাকিটা সরকার বাহন করে। ক্ষতিগ্রস্ত এই জমিটির কোনো বীমা নেই। তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি। দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যেও বলেন। কৃষিমন্ত্রীর এই আশ্বাসের পর আশার আলো পান ক্ষতিগ্রস্ত পরিবারটি। এই ধরণের নাশকতার ফলে শুধু একটি পরিবার নয় তাতে দশের উৎপাদন কমে। এলাকাবাসী দুষ্কৃতীদের আটক করে কঠোর শাস্তির দাবি জানান।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -