15.2 C
Agartala

দীপাবলিতে বন্ধ থাকবে আগরতলা-সাব্রুম ও আগরতলা-ধর্মনগর ডেমো ট্রেন পরিষেবা

Published:

দীপাবলিতে অনেকেই ঘুরতে বের হন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যান। এই বছর রাজ্যের যাত্রীদের জন্য এক দুঃসংবাদ। রেল মন্ত্রকের এন এফ শাখার এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আগরতলা-সাব্রুম-আগরতলা এবং আগরতলা-ধর্মনগর-আগরতলা ডেমো ট্রেন পরিষেবা।রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে শনিবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ৭৫৬৮৮/৭৫৬৮৭ নম্বরের আগরতলা-সাব্রুম-আগরতলা এবং ০৭৬৪০/০৭৬৩৯ নম্বরের আগরতলা-ধর্মনগর-আগরতলা ডেমো ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা দেখা দিয়েছে ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -