গুরুগ্রাম: সোমবার বিকেলের পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গুরুগ্রাম। শহরের বিভিন্ন প্রান্তে হাঁটু সমান থেকে গোঁড়ালি ডোবা জল জমে গেছে। এর জেরে দীর্ঘ যানজটে আটকে রয়েছেন মানুষ। কোথাও সাত-আট কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকায় ভোগান্তির শেষ নেই অফিসফেরত যাত্রীদের।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ, শহরের অফিসগুলি যেন কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলে এবং স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শহরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যে জরুরি পদক্ষেপ নিয়েছে।এদিকে, জলমগ্ন গুরুগ্রামের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেগুলির সত্যতা এখনও যাচাই করা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, জল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষত, অফিসফেরত কর্মীরা বিপাকে পড়ছেন।

