জিবি হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে তথাকথিত ‘স্পেশাল নার্স’ সংস্কৃতি— যাঁদের অনেকেরই নার্সিং বিষয়ে কোনও প্রশিক্ষণ নেই। অভিযোগ, রোগীর পরিবারকে বাধ্য করা হয় এদের রাখতে, নইলে সঠিক যত্ন মেলে না।সম্প্রতি এই গোষ্ঠীর মধ্যে ‘লেডি ডন’ সোমার দাপট নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ, তিনি অন্যান্য স্পেশাল নার্সদের কাছ থেকে প্রতিরাতে ১০০ টাকা কমিশন নেন এবং পছন্দ না হলে কাজ থেকে সরিয়ে দেন। রোগীর পরিবারের কাছ থেকে প্রতিরাতে ৫০০ টাকা নিয়ে ডিউটি করলেও, এদের নার্সিং জ্ঞানের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সব জেনেও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।

