স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে সারা রাজ্যে মনীষীদের মূর্তি পরিষ্কার করে মাল্যদান কর্মসূচি চলছে। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে মঙ্গলবার নিজ হাতে পরিষ্কার ও মাল্যদান করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত এবং ৬ নম্বর আগরতলা মণ্ডলের কর্মী-কার্যকর্তারা। মেয়র জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষীদের মূর্তি পরিষ্কার করে যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে।এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন বহু নাগরিক। মেয়রের কথায়, “যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্যে হর ঘর তিরঙ্গা উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে।”

