20 C
Agartala

দাবি পূরণ না হলে শারদোৎসবের পর বৃহত্তর আন্দোলনে নামবে অনিয়মিত কর্মচারী মঞ্চ

Published:

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোচ্চার রয়েছে ‘ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদোৎসবের পরও যদি দাবি পূরণে প্রশাসনিক অগ্রগতি না হয়, তবে আগরতলায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।বর্তমানে বিভিন্ন ইউনিটের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে। আগরতলার আই এম এ হাউসে স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারীরা এই সম্মেলনে অংশ নেন।সম্প্রতি সংগঠনটি মহাকরণ অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবিসনদ পেশ করেছিল। মুখ্যমন্ত্রী দাবির যৌক্তিকতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে প্রশাসনের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -