15.2 C
Agartala

ওভালের পিচ দেখতে গিয়ে বাধার মুখে গম্ভীর, বিতর্কে মাঠকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

Published:

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরুর আগের দিন ওভাল মাঠে পিচ পরিদর্শনে গিয়ে সমস্যায় পড়লেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং দলের সাপোর্ট স্টাফেরা।সূত্রের খবর, পিচ দেখতে গেলে ওভালের এক মাঠকর্মী এসে গম্ভীরদের জানান, আড়াই মিটার দূর থেকে, অর্থাৎ নির্ধারিত দড়ির বাইরে থেকে পিচ দেখতে হবে। এই নিষেধাজ্ঞা নিয়ে গম্ভীরের সঙ্গে ওভালের প্রধান কিউরেটর লি ফর্টিসের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের অধিনায়ক শুভমন গিলও তাঁর বিরক্তি গোপন করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিল বলেন, “আমরা প্রস্তুতির অংশ হিসেবেই পিচ দেখতে গিয়েছিলাম। সেখানে বাধা দেওয়া মোটেই স্বাভাবিক নয়।”এই ঘটনার প্রভাব নিয়ে দু’দলের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। যদিও ম্যাচ শুরুর আগেই বিষয়টি মিটিয়ে ফেলার জন্য উভয় বোর্ড আলোচনা করছে বলে জানা গেছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -