হলিউডের এক সময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো, ‘ডাই হার্ড’ খ্যাত অভিনেতা ব্রুস উইলিস আজ এক কঠিন ও মর্মান্তিক বাস্তবের মুখোমুখি। ৭০-এর কোঠায় থাকা এই অভিনেতা এখন স্মৃতি হারানো, কথা বলা ও চলাফেরার সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তিনি আক্রান্ত হয়েছেন এক অত্যন্ত বিরল স্নায়বিক রোগে, যার নাম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (FTD)।এর আগে ২০২২ সালে অভিনেতার পরিবার জানিয়েছিল, ব্রুস অ্যাফাসিয়া নামে একটি মস্তিষ্কজনিত ভাষাগত রোগে ভুগছেন। সেই সময় থেকেই অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু পরবর্তী পরীক্ষায় জানা যায়, তাঁর রোগের ধরন আরও জটিল—এটি শুধুমাত্র ভাষা নয়, স্মৃতি, আচরণ ও মানসিক সক্ষমতাকেও প্রভাবিত করে।

