22 C
Agartala

ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু হলো আগরতলা স্থিত চতুর্দশ দেবতার  মন্দিরে।

Published:

ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু হলো আগরতলা স্থিত চতুর্দশ দেবতার  মন্দিরে। বৃহস্পতিবার থেকে শুরু হলো জাতি  জনজাতিদের মেলবন্ধনের এই উৎসব। বরাবরের মতো এবারও প্রথম দিন থেকেই মন্দির প্রাঙ্গণে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেলো। আগামী ছয়দিন চলবে এই উৎসব। প্রথা মেনে পুজো করলেন পুরোহিত মশাইরা। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা বরাবরের মতো এবারও এলেন খারচি পূজার প্রাঙ্গণে। বিভিন্ন দোকানিরা সাজিয়ে বসলেন তাদের পসরা। দোকানিরা আশাবাদী এ বছর  বিক্রিবাটা ভালো হবে তাদের। ১৬০৭ সাল থেকে ত্রিলোচন রাজার আমল থেকে শুরু হয়েছিল এই পুজো। যা আজও ক্রমবর্ধমান একই গতিতে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -