মঙ্গলবার সকালেও দিল্লির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ঘন কুয়াশার চাদর। দৃশ্যমানতা নেমে এসেছে তলানিতে। কোথাও কোথাও ১০০ মিটার দূরে কী রয়েছে, তা-ও ঠাহর করা যাচ্ছে না। ঘন কুয়াশার জেরে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবাও। প্রতিকূল আবহাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে অন্তত ১১৮টি বিমান বাতিল করতে হয়েছে মঙ্গলবার। পরিষেবা বিঘ্নিত হয়েছে আরও বেশ কিছু বিমানের। ১৬টি বিমানের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে ১৩০টি বিমান।

