20 C
Agartala

দৃষ্টিহীন কন্যাদের ঐতিহাসিক সাফল্য- মাত্র ২১ দিনেই আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত

Published:

ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হলো সোনালি অধ্যায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে নারী দল বিশ্বকাপ জেতার মাত্র ২১ দিন পর আবার ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা—এইবার দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপে। প্রথমবার আয়োজিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ৭ উইকেটে নেপালকে হারিয়ে অপরাজিত ভাবেই শিরোপা জিতেছে।শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফাইনালে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে নেপাল সংগ্রহ করে ৫ উইকেটে ১১৪ রান। ভারতের বোলার যমুনা রানি টুডু ও অনু কুমারী একটি করে উইকেট নেন। নেপালের হয়ে সারিতা ঘিমিরে (৩৫) ও বিমলা রায় (২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা বড় রান তুলতে ব্যর্থ হন।জবাবে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। ফুলা সারেন ২৭ বলে অপরাজিত ৪৪ রান করেন, যার মধ্যে ছিল ৪টি চমৎকার চার। করুণা কে ২৭ বলে ৪২ রান করে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন। মাত্র ১২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।পুরো টুর্নামেন্টেই ছিল ভারতের দাপট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় ১০ উইকেটে। এরপর অস্ট্রেলিয়াকে রেকর্ড ২০৯ রানে হারিয়ে সবাইকে চমকে দেয় ভারত। নেপালকে হারায় ৮৫ রানে, আমেরিকাকে ১০ উইকেটে এবং পাকিস্তানকে ৮ উইকেটে। সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।প্রথমবারের মতো আয়োজিত দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে ভারতের মেয়েরা দেখালেন—ইচ্ছাশক্তি ও প্রতিভা থাকলে কোনো বাধাই বড় নয়। দেশের ক্রীড়াপ্রেমীদের মনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এই ঐতিহাসিক জয়ে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -