কলম ও ক্যামেরাকে পাশে রেখে একদিনের জন্য প্রেস ক্লাবের সাংবাদিক ক্রিকেটাররা অংশ নিলেন বিনোদনমূলক ক্রিকেট খেলায়। সবুজে ঘেরা ভোলাগিরি গ্রাউন্ড আজ সরগরম ছিল সাংবাদিক ক্রিকেটারদের প্রাণবন্ত উপস্থিতিতে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় দুইটি উত্তেজনাপূর্ণ সিলেকশন–কাম–ট্রায়াল ম্যাচ।খেলা শুরুর আগে, আমাদের প্রেস ক্লাবের সদস্য বিষ্ণুপদ বানিক-এর মায়ের প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করি এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করি।আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আগরতলা প্রেসক্লাবের হয়ে একটি শক্তিশালী ক্রিকেট দল গঠন। পাশাপাশি মহিলা সাংবাদিকদের অংশগ্রহণে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে একটি পৃথক মহিলা দলও গঠিত হয়েছে। ভবিষ্যতে কর্পোরেট সেক্টর বা বিভিন্ন দপ্তরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে এই দলগুলো অংশ নেবে।ম্যাচ চলাকালীন প্রেসক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। সিলেকশন–কাম–ট্রায়াল ম্যাচের উদ্দেশ্য ব্যাখ্যা করে কনভেনর অভিষেক দে সকলে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুমোদিত দুজন আম্পায়ারের তত্ত্বাবধানে ম্যাচগুলো সম্পন্ন হয় এবং ক্রিকেট দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিনিয়র সাংবাদিক ও স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনর সুপ্রভাত দেবনাথ।মহিলা ও পুরুষ—দুই বিভাগের খেলোয়াড়ই আজ নিজেদের সেরাটা উজাড় করে দেন। ফলে সুসংগঠিত এবং প্রতিযোগিতামূলক দুটি দল গঠন করা সম্ভব হয়েছে। স্পোর্টস কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
অভিষেক দে
কনভেনর,
স্পোর্টস কমিটি,
আগরতলা প্রেসক্লাব।

