ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে আজ, রবিবার জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব (জেআরসি)-এর পক্ষ থেকে দেশ ও রাজ্যের সাংবাদিক, সম্পাদক ও ফটোজার্নালিস্টসহ সংবাদ জগতের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উৎসবের অংশ হিসেবে এদিন ত্রিপুরার তিনজন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক—প্রণব নন্দী, তপন চক্রবর্তী ও মনিময় রায়কে তাঁদের নিজ নিজ বাসভবনে গিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।জেআরসি-র পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি অনির্বাণ দেব, সম্পাদক অভিষেক দে এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ জগতের এই বিশেষ দিনে তারা বরিষ্ঠদের সম্মান জানিয়ে অধিক স্বাধীন, প্রযুক্তি–সমৃদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংবাদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।জেআরসি-র সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

