15.2 C
Agartala

নান্দনিক আয়োজনে সম্পন্ন লরিয়েটস প্লে হাউজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Published:

নান্দনিক পরিবেশে আগরতলা প্রেস ক্লাবে সম্পন্ন হলো লরিয়েটস প্লে হাউজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে কচিকাঁচা শিশুদের মধ্যে ছিল প্রবল উৎসাহ, পাশাপাশি শিশুদের অভিভাবকদের মধ্যেও দেখা গেল সমান আগ্রহ।অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই উপলক্ষে উপস্থিত ছিলেন লরিয়েটস প্লে হাউজের প্রিন্সিপাল শিবানী দেব সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা।মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল স্বপ্না সোম সহ আরও অনেকে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -