20 C
Agartala

সীমান্তে রহস্যজনক ড্রোন উদ্ধার, লেখা ‘Made in China’

Published:

সীমান্ত এলাকার লঙ্কামুড়ার বিন পাড়ায় উদ্ধার হলো এক রহস্যজনক ড্রোন। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘Made in China’।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি জব্দ করেছে এবং এর উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ড্রোনটি সীমান্ত পারাপারে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -