আগামী পাঁচ দিন সব স্কুল বন্ধ রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের। প্রচণ্ড ঠাণ্ডা। এর জন্য রাজ্যের সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয় ৬ জানুয়ারি থেকে আপাতত আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীত জনিত পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পাঁচদিন স্কুল গুলোতে পঠন পাঠন সব স্থগিত থাকবে।

