20 C
Agartala

বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে একাধিক ত্রিং উৎসবের শুভ সূচনা

Published:

আশারামবাড়ী বিধানসভা এলাকায় ঐতিহ্যবাহী ত্রিং সংস্কৃতিকে কেন্দ্র করে একাধিক ত্রিং উৎসবের সূচনা হলো। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আনুষ্ঠানিকভাবে এই উৎসবগুলির উদ্বোধন করেন। প্রথমে তুলাশিকরের রাজনগর এলাকায় উৎসবের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে যোগ্য কুবরা পাড়া, চাম্পাহাওয়র এবং শেষে বেহালাবাড়িতে ত্রিং উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবগুলি প্রাণবন্ত হয়ে ওঠে। এই আয়োজনের মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -