বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে এ বছর প্রথমবার অংশগ্রহণ করে দৈনিক রাজ্যকথার দুটি দল। শুধু অংশগ্রহণই নয়, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রাজ্যকথা ডট কম টিম এ বছর টুর্নামেন্টে রানার্স-আপের সম্মান অর্জন করে।এই সাফল্যে রাজ্যকথা ডট কম ও রাজ্যকথা টিমকে সহযোগিতা করার জন্য অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথি সংস্থা এবং স্বপ্ননী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজ্যকথার পুরো টিম।

